সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

হঠাৎ কেন দেশ ত্যাগ করলেন অপু?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৬ জুন ২০১৯ রোববার

ঢালিউড কুইন অপু বিশ্বাস দেশের সিনেমার বাহিরে কলকাতার ছবিতেও অভিনয় করছেন। দর্শকপ্রিয় এই অভিনেত্রী ‘শটকার্ট’ শিরোনামে কলকাতার একটি সিনেমায় কাজ করছেন। ছবিটি মুক্তির আগেই সেখানকার আরো একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপু। 

শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এই অভিনেত্রী। তার সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার গৌতম সাহা। অপুর সঙ্গে তিনিও এই সিনেমাটিতে অভিনয় করবেন। সেখানে আরো কিছু মিটিং শেষ করে আগামী ১৭ জুন ঢাকায় ফিরবেন অপু।

এদিকে ‘শটকাট’ সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন রেবেকা, গৌতম সাহা। এছাড়া কলকাতা থেকে আরো অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ।

 

এর বাহিরেও দেবাশীষ বিশ্বাস পরিচালিক ‘শশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমায় অভিনয় করছেন অপু। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। বর্তমানে এ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে।