সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ভাষার ভঙ্গিমা শিখছেন সানি লিওন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

সানি লিওন। ইংরেজি ও হিন্দি ভাষায় বেশ স্বাচ্ছন্দ্য তিনি। পারেন পঞ্জাবি ভাষাও। এবার তিনি ভারতের উত্তরপ্রদেশের কিছু অংশে ব্যবহৃত নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন।

কারণ, সানির আসন্ন ছবি ‘কোকোকোলা’। এই ছবিতে উত্তরপ্রদেশের ব্যাকগ্রাউন্ডে এগোবে ছবির গল্প। সে কারণেই উত্তরপ্রদেশের স্থানীয় ভাষার ভঙ্গিমা আলাদা করে শিখছেন তিনি। আগামী মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং। ছবিটি হবে হরর-কমেডি ঘরানার।

 

এ প্রসঙ্গে সাংবাদিকদের সানি লিওন বলেন, ‘সবসময় খুবই খোলা মনে কাজ করি। ভাষা হোক বা অন্য কিছু— নতুন করে শিখতে আমার কোনও অসুবিধা নেই। অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করতে পারি। উচ্চারণ ঠিক করতেও আমি আলাদা করে পরিশ্রম করছি।’