বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

বিতর্কিত বিলের প্রতিবাদে হংকং এ চলা সহিংসতাকে ‘দাঙ্গা’ বলছে বেইজি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

অপরাধী প্রত্যর্পণের বিতর্কিত বিলের প্রতিবাদে হংকং এ চলা সহিংসতাকে 'দাঙ্গা' বলে অ্যাখ্যা দিয়েছে বেইজিং। 

একইসঙ্গে সহিংসতা মোকাবিলায় হংকং প্রশাসনের ভূমিকাকে সমর্থন দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। 

এদিকে বিক্ষোভকারীদের হাত থেকে নিজেদের প্রতিরোধ করতেই গুলি ও লাঠিচার্জ করা হয়েছিলো বলে দাবি করেছে হংকং প্রশাসন। 

 

রাত ভর সংঘাতের পর বৃহস্পতিবার (১৩ জুন) অনেকটা স্বাভাবিক হংকং এর রাজপথ। গেল কয়েকদিনের তুলনায় গাড়ি চলাচল বেড়েছে। চালু হয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তবে দাবি আদায়ে বিক্ষোভ চালিয়ে যাবেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেন, আমরা নিজেদের জন্য সংগ্রাম করছি। কিন্তু আমি জানিনা সফল হবো কি না। রাস্তায় আমাদের সন্তানদের মারা হচ্ছে। এটা কখনোই আমরা মেনে নিব না।