শনিবার   ২৬ জুলাই ২০২৫   শ্রাবণ ১০ ১৪৩২   ৩০ মুহররম ১৪৪৭

একাদশে পরিবর্তন আসবে: বিসিবি সভাপতি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে ভালোই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডের কাছে হারলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তবে ইংল্যান্ডের কাছেও হারের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার বিকেলে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বিষয়টি জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, ব্যাটিংয়ে একটা পরিবর্তন আসবে। বোলিংয়েও পরিবর্তন আসতে পারে। তবে কার পরিবর্তে কে আসবে সে বিষয়ে মাঠ ও অন্যান্য বিষয় দেখে সে সিদ্ধান্ত নেয়া হবে।

 

আগামী ১৭ জুন টন্টনের স্পোর্টস গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ইংলান্ড বিশ্বকাপে প্রথম চার ম্যাচের একটিতে জয় ও দুটিতে হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাই চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন সাতে।