সোমবার   ১৪ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৮ মুহররম ১৪৪৭

নেইমার বিহীন ব্রাজিলের কোপার লড়াই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৯ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার

ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার ৪৬তম আসর শুরু হতে যাচ্ছে আজ শনিবার ভোরে। প্রথম ম্যাচে আয়োজক ব্রাজিলের মুখোমুখি বলিভিয়া। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে এই ম্যাচ। 

তবে প্রথম ম্যাচে দলের প্রাণ ভোমরা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। কাতারের বিরুদ্ধে খেলায় চোট পাওয়ায় দল থেকে ছিটকে গিয়েছেন এই তারকা। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন উইলিয়ান। কোচ তিতে জানান, নেইমারের না থাকা কোনোভাবেই ব্রাজিল দলের শক্তি কমাবে না।

 

 

তিতে বলেন, ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমার। আমরা তাকে অবশ্যই মিস করবো, তবে তার অনুপস্থিতে আমাদের শক্তি কমবে না। এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করবো। প্রত্যেকে নিজেদের দায়িত্ব সমানভাবে পালন করলে আরো একটি কোপা আমাদের হবে।

 

তবে প্রতিপক্ষদের মোটেই হালকাভাবে নিতে নারাজ তিতে। তিনি মনে করেন, প্রথম ম্যাচ কঠিন হবে। এরপর ধীরে ধীরে মানিয়ে নেয়া যাবে। এটা আমাদের শিরোপা পুনরুদ্ধারের লড়াই। 

আয়োজক হিসেবে চারবার লাতিন আমেরিকা সেরা হয়েছে ব্রাজিল। এবার এই সংখ্যাটিকে পাঁচে উন্নীত করতে চায় সেলেকাওরা।