শুক্রবার   ২২ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৭ সফর ১৪৪৭

দুবাইয়ে দু’বোনকে হোটেলে নাচানোর চেষ্টা, গ্রেফতার ২

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

দুই বোন নাচতে রাজি না হওয়ায় তাদের দীর্ঘক্ষণ আটকে রাখে হোটেল মালিক। পরে কৌশলে রক্ষা পান তারা।

দুবাইয়ের একটি হোটেলে এ ঘটনা ঘটে। 

টুরিস্ট ভিসায় দুই বোনকে দুবাইয়ে পাঠিয়ে হোটেলে নাচানোর চেষ্টায় অভিযুক্ত দু’জন সুখদেব সিং এবং জোসানপ্রীত সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অপর এক অভিযুক্ত সালমান খান এখনো পলাতক।

গত ৭ জুন টুরিস্ট ভিসায় ওই দুই বোনকে দুবাইয়ে পাঠানো হয়। এসময় তাদের একটি হোটেলে রাখা হয়। কিন্তু পরের দিন দুপুরে সে হোটেলের মালিক তাদের নাচতে বলেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় ওই হোটেলের মালিক তাদেরকে একটি ঘরে আটকে রাখে। তবে তার মধ্যে থেকেই একজন বাইরে বেরিয়ে নিজের স্বামীকে ভয়েস মেসেজ পাঠিয়ে পুরো বিষয়টি জানায়। 

 

এরপরই ওই নারীর স্বামী পুলিশকে সব ঘটনা জানান। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে রক্ষা পান ওই দুই বোন।