শুক্রবার   ২২ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৭ সফর ১৪৪৭

সমুদ্রে ডুবিয়ে দেয়া হচ্ছে আস্ত বিমান! (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

সমুদ্রের নিচে আস্ত একটি বিমান ডুবিয়ে দেয়া হচ্ছে। সম্প্রতি বিশাল ওই বিমানটি পানির নিচে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। খবর এনডিটিভির। 

বিশ্বের সবচেয়ে বড় থিম পার্ক তৈরি করতে এটি করা হচ্ছে। প্রায় ১ লাখ বর্গ মিটার এলাকা জুড়ে এ পার্কটি করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ বাহারিনে। থিম পার্কটিতে সাজানোর জন্য একটি ৭০ মিটার লম্বা বোয়িং ৭৪৭ বিমানকে ডোবানো হবে সমুদ্রের তলায়। 

সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এ বিমানটিই থিম পার্কের অন্যতম আকর্ষণ হবে বলে দাবি করা হয়।

 

থিম পার্কটি আগস্টেই খোলা হবে। গত কয়েক মাস ধরেই এর প্রস্তুতি চলছে। এরই মধ্যে বাতিল একটি বিমানকে সমুদ্রের পানির ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিমানটিকে পানির তলায় নিয়ে যাওয়ার আগে তাতে কিছু পরিবর্তন করা হয়েছে। সে সঙ্গে নতুন করে রঙ করা হয়েছে।

বিমানটির রঙ ও অন্য উপাদান যাতে পানির তলায় পরিবেশের কোনো ক্ষতি না করে তার জন্য বিশেষ নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন বাহারিনের পর্যটন মন্ত্রণালয়।

শুধু বিমানই নয়, ওই থিম পার্কে প্রবাল প্রাচীরসহ অন্য আকর্ষণও থাকছে। এ গোটা প্রকল্পটি বাহারিন সরকার, সুপ্রিম কাউন্সিল অফ এনভায়রনমেন্ট ও একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করছে।