রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয় বাজেটে ফুটবলে ২০ কোটি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

বাংলাদেশ সংসদে প্রথমবারের মত বাজেট উত্থাপন করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০১৯-২০ অর্থবছরে বফুটবলের উন্নয়নের জন্য ২০ কোটি টাকা ‘বিশেষ’ বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী প্রস্তাব রেখে বলেন, ‘দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি অবকাঠামোর উন্নয়ন এবং জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে সরকার ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’

বাজেট ঘোষণার আগে বাফুফে সরকারের কাছে ৩০ কোটি টাকা চেয়েছিল। এরপরও ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব শুনে সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ প্রস্তাবনায় বাফুফে অভিভাবক বলেন ‘আমার ব্যক্তিগত মত হলো, সরকার থেকে এই টাকা বরাদ্দ পেলে জেলার ফুটবলের উন্নয়নের পেছনে ব্যয় করব। এছাড়া পেশাদার ক্লাবগুলোর বাইরে যারা আছে, সেই ক্লাবগুলোর জন্য বরাদ্দ রাখব।’