ভারতের যে ক্রিকেটাররা পাবজিপ্রেমী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫২ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

সুযোগ পেলেই নাকি প্লেয়ার আননোন ব্যাটলগ্রাউন্ড (পাবজি) গেমে মজে থাকেন ভারতীয় ক্রিকেটাররা! বাইশ গজের বাইরে কেশ কয়েকজন ক্রিকেটারের এই গেমের নেশায় বন্দি।
ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদবকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় দলের কোন তারকারা পাবজি খেলতে ভালবাসেন? তিনি জানালেন, মহেন্দ্র সিং ধোনি, মণীশ পাণ্ডে, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল পাবজি খেলার অন্ধ ভক্ত। কিছুক্ষণ ভেবে কুলদীপ আরো জানান, ভারতীয় টিমে সবচেয়ে ভালো ‘পাবজি’ প্লেয়ার স্বয়ং ক্যাপ্টেন বিরাট কোহলী।
নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের পাবজি খেলার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময়েই প্রথম জানা যায়, ক্রিকেটারদের পাবজি-আনুগত্যের কথা। তারপরে একাধিকবার এয়ারপোর্টে অপেক্ষা ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময়ে হোক বা বাসের মধ্যে, ক্রিকেটারদের এই গেম খেলতে দেখা গিয়েছে।