শুক্রবার   ২২ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৭ সফর ১৪৪৭

সৌদির ‘হালাল’ নাইটক্লাব নিয়ে সমালোচনার ঝড়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

সিনেমা হল নির্মাণ, মাঠে বসে নারীদের খেলা দেখা ও গাড়ি চালানোর অনুমতিসহ অনেক কিছুতেই পরিবর্তন এনেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে বুধবার সৌদি রাজপরিবারের পক্ষ থেকে দেশটির জেদ্দা শহরে ‘হালাল’ নাইটক্লাব চালুর ঘোষণা দেয়া হয়। এরপরই বিষয়টি নিয়ে সৌদি নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্ক সৃষ্টি হয়েছে। খবর আল জাজিরা’র।

আল জাজিরার খবরে বলা হয়, সৌদির এমন ক্লাব ঘোষণার পর প্রশংসার চেয়ে সমালোচনার পাল্লাই অনেক ভারি। এছাড়া অনেক সামাজিক ব্যবহারকারী হালাল নাইটক্লাবের ব্যঙ্গ করে অনেক ভিডিও ও ছবি শেয়ার করেছেন। তবে নাগরিকদের মধ্যে সমালোচনা ও বিতর্ক থাকলেও দেশটির সরকার এসব ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করেনি।

এর আগে অ্যাডমাইন্ড হসপিটালিটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ড নাইটক্লাব হোয়াইটের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়।  

 

এই হালাল নাইটক্লাবে ওয়াটারফ্রন্ট থাকবে, এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্সিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক। একটি অংশে থাকবে ড্যান্স ফ্লোর। নারী পুরুষ সবার জন্যে ড্যান্স এটা উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ সুবিধাই এখানে পাওয়া যাবে। তবে মদ পাওয়া যাবে না।