বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

খানপুর ৩০০শয্যা হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

জেলার সর্ব বৃহৎ সরকারি হাসপাতাল খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।  এ  হাসপাতালে রোগীদের প্রায় সব ধরনেরই চিকিৎসা সেবা প্রদান করা হয়। 


হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতাল ভবনের দোতলায় লাইব্রেরিতে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ভাবে টিকেট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে টিকেট নিয়ে তারা সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। 


টিকেটের জন্য কিংবা ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালের প্রয়োজন নেই। তবে জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে জরুরি বিভাগ থেকেই টিকেট গ্রহণ করতে হবে। 


হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মুক্তিযোদ্ধারোগীরা বৃদ্ধ। বয়স বৃদ্ধির সাথে সাথে শারীরিক দিক থেকে দূর্বল হয়ে পড়ছে। ফলে তাদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোন সিরিয়াল ধরতে হয় না। লাইব্রেরি থেকে বহি.বিভাগের টিকেট সংগ্রহ করে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। তাদের বিশেষভাবে চিকিৎসা সুবিধা দেওয়া হয়। এছাড়াও প্রায় সকল ঔষধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


নারায়ণগঞ্জ সদর উপজেলার কমান্ডার মো.শাহজাহান ভূইয়া জুলহাস এই বিষয়ে বলেন, খানপুর হাসপাতালে সব ধরনের চিকিৎসার সুবিধা পাচ্ছি।

 

মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতালে যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেটার জন্য আসলেই আমরা মুক্তিযোদ্ধারা উপকৃত হচ্ছি। সরকারের নির্দেশকৃত  সব ধরনরে সুবিধা দিচ্ছেই সেই সাথে হাসপাতাল থেকে বাড়তি সুবিধা পাচ্ছি।