বাজেট সংখ্যায় রেকর্ড গড়ল আওয়ামী লীগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০১ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ হয়েছে বৃহস্পতিবার। পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার নতুন এ বাজেট ঘোষণার মাধ্যমে দেশের ইতিহাসে এর সর্বোচ্চ সংখ্যক রেকর্ড গড়ল ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বাধীনতার পর এর আগে কোনো সরকার টানা ১১টি বাজেট উপস্থাপন করতে পারেনি।
এটি দেশের ৪৮তম বাজেট; যেখানে বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের ১১ বছরে ১১টিসহ মোট ১৭টিই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বাজেট। এছাড়া শেখ হাসিনা সরকারের তৃতীয় মেয়াদের প্রথম এবং দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।
২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিন দফায় শেখ হাসিনার নেতৃতাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এর মধ্যে প্রথম দুই মেয়াদে অর্থাৎ ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল মাল আবদুল মুহিত।
তিনি শেখ হাসিনা সরকারের হয়ে টানা ১০টি বাজেট উপস্থাপন করেছেন। ২০১৮ সালে শেখ হাসিনা সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান আ হ ম মুস্তফা কামাল।
তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের ২১তম এবং টানা ১১তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উপস্থাপিত সেই বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার।
