রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

টাইগাররা এখন টনটনে

ক্রীড়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

বৃষ্টি বাগড়ায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। এজন্য ব্রিস্টলে পয়েন্ট ভাগ করতে হয়েছে বাংলাদেশকে। সেমিফাইনাল খেলার লক্ষ্য পূরণে লংকানদের বিপক্ষে জয় ধরেই নিয়েছিলেন সবাই।

আর এজন্য টিম টাইগাররা সহ কোচ, অফিসিয়াল, দেশ-বিদেশের আপামর দর্শকরাও হতাশ।

সে হতাশা নিয়ে ব্রিস্টল থেকে টনটনে পা রেখেছে টাইগার দল। এখানে ১৭ জুন উইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে তারা।

স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) টনটনে এসে পৌঁছান মাশরাফী বাহিনী। উঠেছেন 'হলি ডে' হোটেলে। 

আজ বিশ্রাম, তারপর নামবেন অনুশীলনে।