শুক্রবার   ২২ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৭ সফর ১৪৪৭

ট্রাম্পের অপমানের জবাবে মার্কিন স্পিকার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১২ জুন ২০১৯ বুধবার

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী নন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। বেশ কয়েকদিন ধরে ট্রাম্প ও ন্যান্সির মধ্যে বাগযুদ্ধ চলছে। 'ট্রাম্পকে জেলে দেখতে চান' ন্যান্সি প্যালোসির এমন বক্তব্য ফাঁস হওয়ার পর ট্রাম্প তাকে 

'নোংরা, প্রতারক, ভয়ঙ্কর ব্যক্তি' হিসেবে আখ্যা দেন।

মঙ্গলবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে স্পিকার ও ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, আমি ট্রাম্পের ওপর বিরক্ত। এমনকি আমি তার সঙ্গে কথা বলতেও চাই না। এসব বিষয়ে নিয়ে আলোচনাই করা উচিত না। কারণ এটা ট্রাম্পেরই জয়। নাগরিকদের মধ্যে বিভক্তি তৈরি ও মনোযোগ নষ্ট করতে তার জুড়ি নেই।

 

তবে তিনি 'ট্রাম্পকে জেলে দেখতে চান' এমন বক্তব্য সত্যিই দিয়েছিলেন কী না তা বলেননি। ন্যান্সি পেলোসি বলেন, আমাদের ডেমোক্রেট রাজনীতিবিদদের মধ্যকার সমাবেশে যে আলোচনা হয় তা সেখানেই সীমাবদ্ধ থাকে। মানুষ কী মনে করে প্রেসিডেন্ট অভিসংশিত হওয়ার মতো অপরাধ করেছে?