বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

দাদিকে হত্যার পর বাবা-মাকে জখম, যুবকের ফেসবুক লাইভ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২২ এএম, ১২ জুন ২০১৯ বুধবার

ভারতের পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল রায় নামের এক যুবক নিজের দাদিকে কুপিয়ে হত্যার পর বাবা ও মাকে জখম করার দৃশ্য সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করেছেন। সোমবার সকালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া থানা এলাকায় এ ঘটনা ঘটে। হুগলির চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে ইন্দ্রনীল বলেছে, ‘আমি খুন করিনি। কতগুলো লোক ঘুরছিল বাড়ির বাইরে। তারাই মেরেছে।’ 

তবে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ যখন সেখানে পৌঁছে তখন দেখতে পান, ওই যুবক ফেসবুকে লাইভ করছেন। 

 

পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদে ভুগছে শ্রীরামপুর কলেজের সাবেক এই ছাত্র।