শুক্রবার   ২২ আগস্ট ২০২৫   ভাদ্র ৬ ১৪৩২   ২৭ সফর ১৪৪৭

রাতেই আঘাত হানবে শক্তিশালী `বায়ু`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৭ এএম, ১২ জুন ২০১৯ বুধবার

ভারতের গুজরাটের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'বায়ু'। বুধবার (১২ জুন) রাতে ঘণ্টায় ১শ' ৩০ থেকে ১শ' ৪০ কিলোমিটার বেগে ভারতের সুরাষ্ট্র ও কুচ উপকূলে তা আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

বায়ু ১২ ঘণ্টায় তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো শক্তিশালী সাইক্লোনে পরিণত হতে পারে। বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

দুর্যোগ মোকাবিলায় গুজরাটের বিভিন্ন অঞ্চলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ফোর্সের সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, সেনা, নৌ ও কোস্টগার্ড সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানানো হয়।