শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ঘরে কফি থাকলেই দূর হবে মশা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ এএম, ১২ জুন ২০১৯ বুধবার

মশার যন্ত্রণায় কাবু! টেনশন না নিয়ে বরং কফি দিয়েই মশা তাড়ানোর ব্যবস্থা করুন। কারণ কফির গুঁড়ো এক্ষেত্রে বেশ কার্যকর। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি দাবি করছে, কফি পোড়া গন্ধ কেবল মশা নয়, অনান্য কীটপতঙ্গের জন্যও বেশ আতঙ্কের। জেনে নিন কীভাবে কফির সাহায্যে তাড়াবেন মশা-

প্রথমে কফিকে ভালো করে শুকিয়ে নিয়ে ঘরের ঠাণ্ডা ও শুকনো জায়গায় রাখুন। ব্যবহৃত কফি হলে পুরোপুরি শুকানোর সময় দিন। শুকিয়ে যাওয়ার পর এরকম সমান জায়গায় রাখুন। শিশু বা পোষা প্রাণীরা যেন নাগাল না পায়, তা নিশ্চিত করুন। ধোঁয়া উত্‍পন্ন করুন দিয়াশলাই দিয়ে কফি পুড়িয়ে। চাইলে জ্বলন্ত কয়লা দিতে পারেন কফির উপর। ধীরে ধীরে কফি পুড়বে ও মশা দূর হবে।

শুকনো কফি লম্বা করে বিছিয়ে একদিকে আগুন ধরিয়ে দিলে তা ধীরে ধীরে জ্বলে একইভাবে মশা তাড়াবে। মশার পাশাপাশি পিঁপড়ার মতো পোকাও দূর করে এটি। সেক্ষেত্রে যেখানে পিঁপড়া বেশি সেখানে ব্যবহৃত কফির তলানি ছিটিয়ে দিলে পিঁপড়া আর থাকবেনা।