রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আবারও প্রেমে পড়েছেন আনুশকা, কিন্তু কার?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৬ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

সম্প্রতি এক ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে আনুশকা শর্মা বারবার প্রেমে পড়ছেন বলে জানান। তাহলে ঘটনাটা কি? 

তার মূল পরিচয় বলিউড অভিনেত্রী হলেও আনুশকা শর্মার আরো একটি পরিচয় আছে। সেটি হলো তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সহধর্মিণী।

কে সেই সৌভাগ্যবান, কি তার পরিচয়, কারই বা প্রেমে বারবার পড়ছেন আনুশকা? খুব সহজ স্বীকারোক্তি, স্বামী বিরাট কোহলির। 

 

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় দর্শক সারীতে থাকা অনেক ব্যাক্তি স্মিথকে নিয়ে বাজে মন্তব্য ও কটুক্তি করছিল। এসময় কোহলি হাত নেড়ে সেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব করতে মানা করেন। উল্টো স্মিথকে উৎসাহ দিতে বলেন। তার এ বদান্যতা মন ছুয়ে গিয়েছে সব ক্রিকেট প্রেমীর। স্ত্রী আনুশকার মনে ধরেছে স্বামীর এমন আচরণ। 

এসব নিয়েই আনুশকা তার ইন্সটাগ্রামে লিখেন, ‘কোহলিকে এগ্রেসিভ প্লেয়ার বলতে পারেন অসুবিধা নেই। তবে সে একজন বিনয়ী ব্যক্তি এবং যাকে সহজেই বারবার ভালোবেসে ফেলি।” 

বিরাটের সেই ভিডিওর লিঙ্ক  এখানে দেখুন