সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণদের সঙ্গে আলোচনায় সায়মা ওয়াজেদ ও জাফর ইকবাল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

তরুণদের সঙ্গে ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল এবং ড. মুহাম্মদ জাফর ইকবাল। সেন্টার ফোর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‌‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শিরোনামে আলোচনা অনুষ্ঠান বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, তারানা হালিম এবং তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

সমৃদ্ধির পথে বাংলাদেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাবে তরুণ সমাজ। আর সে কারণেই তরুণদের সঙ্গে ভিন্নধর্মী এ আয়োজন করেছে সিআরআই।

মিডিয়া পার্টনার হিসেবে সময় টেলিভিশন বিকাল ৩টা থেকে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে সিআরআই-এর মিডিয়া কো-অর্ডিনেটর।