বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির রুমিন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

বিএনপি মনোনীত সংরক্ষিত আসনে নির্বাচিত এমপি হিসেবে শপথ নিলেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।


আজ শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। গত ২৮ মে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত মহিলা আসন পেয়েছে।