নৌকার প্রচারণায় একঝাঁক তারকা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শোবিজসহ বিভিন্ন অঙ্গনের তারকারাও। চলচ্চিত্র, নাটক, সংগীত, চিত্রকলা, সাহিত্যসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় তারকারা এখন ভোটের মাঠের প্রচারণায়। বিশেষত নৌকার পক্ষে ভোট প্রার্থনায় তাঁরা ছুটছেন রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও উন্নয়নকাজ। বর্তমান সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন তাঁরা। সাধারণ মানুষও তারকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত।
আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত অসংখ্য তারকা নির্বাচনের প্রচারণায় অংশ নিলেও বিএনপি-জামায়াতের পক্ষে প্রচারণায় দু-চারজন ছাড়া আর কোনো তারকার দেখা মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, অভিনয়শিল্পীরা বেশ আগে থেকেই বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের প্রচারণায় অংশ নিচ্ছিলেন। তবে ১০ ডিসেম্বর থেকে বিভিন্ন অঙ্গনের তারকারা দলগত ও জোট বেঁধে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়।
চলচ্চিত্র অঙ্গনের রিয়াজ, ফেরদৌস, শাকিব, শাকিল, পূর্ণিমা, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, ইমন, নতুন, বাঁধন, জ্যোতিকা জ্যোতি থেকে শুরু করে অসংখ্য অভিনেতা-অভিনেত্রী অংশ নিচ্ছেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়। পিছিয়ে নেই ছোট পর্দার সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, শমী কায়সার, হাসান মাসুদ, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, মাহফুজ আহমেদ, তারিন, মাজনুন মিজান, শাহরিয়ার নাজিম জয়, মীর সাব্বির, বিজরী বরকতউল্লাহ, নাদিয়া আহমেদসহ অসংখ্য অভিনেত্রা-অভিনেত্রী। প্রচারণায় অংশ নিচ্ছেন সংগীতজগতের তারকারাও। এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন সাহিত্য, নাটক, আবৃত্তিসহ নানা অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা।
চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যোগ দেন জাতিসংঘের অধিবেশনে। দেশে ফিরে তাঁরা সরাসরিই অংশ নিচ্ছেন আওয়ামী লীগের প্রচারণায়। তাঁরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে অংশ নিয়েছেন একাধিক সমাবেশেও। প্রবীণ ও বরেণ্য তারকাদের মধ্যে সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ, চিত্রনায়ক ফারুক, আলমগীরসহ অনেকেই অংশ নিচ্ছেন নানা আয়োজনে। এর মধ্যে আকবর হোসেন পাঠানকে (চিত্রনায়ক ফারুক) ঢাকা-১৭ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তারও আগে থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজও।
চিত্রনায়ক ফারুকের পক্ষে গতকাল মঙ্গলবার দিনভর ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন রুপালি পর্দার ফেরদৌস, রিয়াজ, ইমন, মাহিয়া মাহি, ইমনসহ প্রায় ২০ জন তারকা।
কথা প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আমরা অংশ নিয়েছি অনেক নির্বাচনী প্রচারণায়। তুলে ধরছি উন্নয়ন ও প্রগতির কথা। ভক্তদের বলছি মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা রাখতে। ব্যক্তিগতভাবে মনে করি, আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’
বনানীর কামাল আতাতুর্ক সড়কে গতকাল দুপুর ১২টায় ফারুকের হয়ে নৌকার প্রচারণায় অংশ নিয়ে রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু যে দলের হাল ধরেছিলেন, যে দল নিয়ে তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আমি সেই দলের পক্ষে।’
রাজপথ ও মিছিল-মিটিংয়ে সক্রিয় না থাকলেও অনেকে ফেসবুক ও ডিজিটাল নানা মাধ্যমে আওয়ামী লীগ ও নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করে নৌকায় ভোট চেয়েছেন অনেক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নায়ক শাকিব খান, অপু বিশ্বাসসহ অনেকে। অপু বিশ্বাস তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দেব।’
সম্প্রতি ঢাকার একটি হোটেলে সংস্কৃতি অঙ্গনের তারকাদের সঙ্গে মতবিনিময় ও নৈশ ভোজের আয়োজন করে আওয়ামী লীগ। তাতে অংশ নেন শতাধিক তারকা। সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করেন সাংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিত্বরা আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় থাকবেন। অভিনয়শিল্পী, চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের নিয়ে আমরা ভোটারদের কাছে যাব, তুলে ধরব দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র।’
অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের সেভাবে দেখা যায়নি এখনো। সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা সরাসরি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এ ছাড়া উল্লেখযোগ্য তেমন কাউকে ঐক্যফ্রন্টের প্রচারণায় দেখা যায়নি।
