শুক্রবার   ২২ আগস্ট ২০২৫   ভাদ্র ৭ ১৪৩২   ২৭ সফর ১৪৪৭

তুরস্কের প্রেসিডেন্টকে পাশে নিয়ে ওজিলের বিয়ে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০২ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে পাশে নিয়েই বিয়ে করেছেন তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবলার মেসুত ওজিল। 

গত বছর বিশ্বকাপ ফুটবল শুরুর প্রাক্কালে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলে সমালোচিত হন মেসুত ওজিল। সেই ছবি ঘিরে সমালোচিত হওয়ার পর 'বর্ণবাদ ও অশ্রদ্ধা'র অভিযোগ এনে জার্মানের জাতীয় দল থেকে অবসর নেন তিনি।

৩০ বছর বয়সী আর্সেনাল মিডফিল্ডার বিয়ে করেছেন তার বাগদত্তা সাবেক মিস তুর্কি আমিনা গুলসেকে। তুরস্কের বসফরাসের তীরে একটি বিলাসবহুল হোটেলে বিয়ের আয়োজন সম্পন্ন হয়।