শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

সঙ্গী সম্পর্ক নিয়ে সিরিয়াস কিনা জেনে নিন এই লক্ষণগুলো দেখে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ৮ জুন ২০১৯ শনিবার

প্রেমে পড়লেই যে সম্পর্কে তা পরিণতি পাবে, তার কোনো মানে নেই। তবে সম্পর্ক নিয়ে সকলের স্বচ্ছ ধারণা থাকা উচিৎ। অনেক সময়ে দেখা যায় এক পক্ষ মনে করেন যে সম্পর্কে রয়েছে, কিন্তু অন্য পক্ষের ব্যবহার বুঝিয়ে দেয় প্রেম-প্রেম ব্যাপার থাকলেও সেটা সম্পর্ক নয়। দু’জনের মধ্যে বোঝাপড়া থাকলে কোনো ক্ষতি নেই। কিন্তু এক জনের স্পষ্ট করে জানানোর অভাবে সম্পর্ক যদি ঝুলে থাকে তা হলে তা মোটেই সুখের হয় না। তাই কয়েকটি লক্ষণ মিলিয়ে বুঝে নিন সঙ্গী ঠিক কি চাইছেন। চলুন তবে জেনে নেয়া যাক সঙ্গীর মনোভাব বোঝার কৌশল-

১. সঙ্গীর যদি সম্পর্ক ঝুলিয়ে রাখার মানসিকতা থাকে তবে সে কখনো তার পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করাবেন না। কারণ আপনার সঙ্গী এই সম্পর্ক নিয়ে যথেষ্ট সন্দিহান।

২. যারা ঝুলিয়ে রাখতে পছন্দ করেন সম্পর্কে তারা কখনোই কোনো ওয়াদা প্রসঙ্গে সোজাসাপটা উত্তর দেন না। নানা ভাবে এই ধরনের প্রশ্নে উদাসীন হয়ে এড়িয়ে যান। এরা জেনেবুঝেই এমনটা করেন। কিন্তু এই নিয়ে প্রশ্ন তুললে এরা দুর্ব্যবহার শুরু করে দেন।

 

৩. সম্পর্কে থাকলে পরস্পরের সঙ্গে দেখা করার ইচ্ছে নিশ্চয়ই থাকবে। লক্ষ্য করে দেখবেন এরা নিজেদের সুবিধা মতো ছাড়া আপনার সঙ্গে কখনোই দেখা করবেন না।

৪. এদেরকে আপনি প্রয়োজনে সঙ্গে সঙ্গে খুব কমই পাবেন। এরা এই সম্পর্কটায় অসম্পূর্ণ ভাবে জুড়ে থাকছেন কারণ আপনাকে হয় একটা বিকল্প হিসাবে তিনি ভেবে রাখছেন অথবা সন্দিহান রয়েছেন বলেই এমন ব্যবহার করছেন।

৫. সম্পর্কে ঝুলিয়ে রাখার অন্যতম লক্ষণ হল, এরা কখনোই আপনার মেসেজ বা ফোনের উত্তর একবারে দেবেন না। আপনাকে অপেক্ষা করিয়ে রাখবেন।

৬. এরা নিজের মর্জি অনুযায়ী আপনার সঙ্গে কথা বলবেন। নিজের মেজাজ ভাল থাকলে ভালোভাবে কথা বলবেন আর নইলে কথা বলবেন না। অর্থাৎ বুঝবেন ব্যাপারটা মোটেই সিরিয়াস সম্পর্ক নয়।