সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ঠকবাজ জাহ্নবী কাপুর!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৮ জুন ২০১৯ শনিবার

রানি মুখার্জি ও অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘বান্টি অউর বাবলি’-র কথা নিশ্চয় মনে আছে! সেই ছবিতে রানি আর অভিষেক লোক ঠকানোর কাজ করতেন। ঠগবাজের চরিত্রে অভিনয় করেছিলেন তারা। এবার ‘বান্টি আর বাবলি’র সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। ১৪ বছর পর এই ছবি নিয়ে কাজ হচ্ছে আবার।

তবে এবার অভিষেক আর রানিকে এই ছবিতে দেখা যাবে ক্যামিও চরিত্রে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর ও আর ইশান। 

‘ধড়ক’-এর পর আবার এই জুটি জয় করবে দর্শকের মন। শোনা যাচ্ছে এই ছবি এবার ‘বাবলি অউর বান্টি এগেইন’ নামে আসবে। অতএব আবার শহরে আসতে চলেছে দুই জমাটি ঠগবাজ। তবে জাহ্নবীকে এই চরিত্রে একেবারে নতুনভাবে পাবেন দর্শক।