বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দুই বছর আগে ঈদের দিন জঙ্গি হামলার ঘটনায় এবার চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ১০টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে।

পুরোমাঠ ও আশপাশ এলাকার আকাশ ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এবারের ১৯২ তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হবে সকাল ১০টায়। মুসল্লিদেরকে কেবল জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না আনতে অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়েছে। ঈদের দিন ভোর থেকে ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ ট্রেন চলাচল করবে। বেশি মুসল্লির সঙ্গে জামাত আদায় করলে দোয়া কবুল হয়-এ কারণে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মুসল্লি। 

সরেজমিন তথ্যানুয়ায়ী, পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদকে সামনে রেখে মাঠের দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, ওজুখানা তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ঈদজামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েছে ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক ও এসপিসহ প্রশাসনের কর্মকর্তারা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও একযোগে কাজ করছেন।

২০১৬ সালে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ছাড়াও মাঠে থাকবে বিজিবির বিপুল পরিমাণ সদস্য। এছাড়া সাদা পোশাকে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যও থাকবে। মাঠে পর্যাপ্ত আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরারও ব্যবস্থা রাখা হয়েছে। পুরো মাঠ ও আশপাশ এলাকার আকাশ থেকে ড্রোনের মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।

 

জেলা এসপি মো. মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রত্যেক মুসল্লিকে তল্লাশির মাধ্যমে মাঠে প্রবেশ করানো হবে। আশা করছি শান্তিপূর্ণভাবে মুসল্লিরা জামাত আদায় করতে পারবেন।

নিরাপত্তা ব্যবস্থাসহ ঈদ জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।