রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের সম্মান জানাল আইসিসি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

বিশ্বকাপ শুরুর প্রথম জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের সম্মান জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভাল স্টেডিয়াম বাংলাদেশি ক্রিকেটাররা যখন দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছিল তখন গ্যালারিতে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস চলছিল। শেষ পর্যন্ত বিরাট জয় পায় টাইগাররা।

ওভাল স্টেডিয়াম গ্যালারিতে উচ্ছ্বসিত বাংলাদেশি সমর্থকদের ছবি আইসিসি তাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টুইটার পেজে ঠাঁই দেয়।

ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের জার্সি পরিহিত একদল দর্শক মাথায় লাল-সবুজের ক্যাপ নিয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখছেন। আবার কারো মাথায় বাংলাদেশের পতাকা। তাদের এই উচ্ছ্বাসে যোগ দিয়েছেন বিভিন্ন বয়সের বিভিন্ন দেশের মানুষও।

রোববার ওভালে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আইসিসি র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকাকে দরাশয়ী করে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।