শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬   মাঘ ৩ ১৪৩২   ২৭ রজব ১৪৪৭

ম্যালেরিয়ার জীবানুবাহী মশা মারবে ছত্রাক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২ জুন ২০১৯ রোববার

ম্যালেরিয়ার জীবানুবাহী মশা নিধন করবে ছত্রাক। এ বিশেষ ধরনের ছত্রাক মাকড়সার মতো বিষ উৎপাদনে সক্ষম। একটি গবেষণায় এটি বলা হয়েছে। খবর বিবিসির।

বুরকিনা ফাসোতে এরইমধ্যে এর পরীক্ষাও চালানো হয়েছে। মাত্র ৪৫ দিনে মশার বংশ ৯৯ ভাগ ধ্বংস করে নিয়েছে এ ছত্রাক। 

গবেষকরা বলেছেন, মশাকে বিলুপ্ত করা নয়, তাদের উদ্দেশ্য ম্যালেরিয়ার বিস্তার বন্ধ করা। প্রতি বছর চার লাখের বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।