ছেলেদের নতুন পোশাক ‘সালোয়ার’ পাঞ্জাবি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৬ এএম, ২ জুন ২০১৯ রোববার

পোশাকে এখন কোনো ভেদাভেদ নেই। ছেলেদের পোশাক মেয়েদের পরার চল অনেক আগে থেকেই শুরু হয়েছে। ধীরে ধীরে ছেলেরাও মেয়েদের পোশাক পরা শুরু করেছে। সে ধারাবাহিকতায় পোশাক ব্র্যান্ড রাকফিট এই ঈদে ছেলেদের জন্য বাজারে এনেছে নতুন পোষাক ‘সালোয়ার’ পাঞ্জাবি।
খানিকটা সালোয়ারের আদলেই তৈরি হয়েছে এই পাঞ্জাবি, তাই এমন নামকরণ। প্রতিষ্ঠানটির এক মূখপাত্র বলেন, বলিউডের সাম্প্রতিক ট্রেন্ড থেকে ধারণা নিয়েই খুবই সীমিত পরিসরে এই পোশাকটি তৈরি করা হয়। প্রথমত এটির পাঁচ কপি বানানো হয়। সম্প্রতি গ্রাহকের প্রচুর চাহিদার প্রেক্ষিতে আরো কিছু কপি বানানো হয়েছে, ইতিমধ্যে বেশিরভাগ কপি বিক্রি হয়ে গেছে।
এটি শুধুই পাঞ্জাবি নয়। পাজামা, জুতা ও পাঞ্জাবির একটি প্যাকেজ পণ্য এটি। আর পাঞ্জাবির সাথে সামঞ্জস্য রেখেই এগুলো বিশেষ ডিজাইনার দিয়ে বানানো হয়েছে। তাই গ্রাহককে নিতে হলে সম্পূর্ণ প্যাকেজটি নিতে হবে। অন্যথায় এই পোশাকের আসল সৌন্দর্য্য প্রকাশ পাবে না। সম্পূর্ণ এই পোশাকের প্যাকেজ মূল্য ৬ হাজার টাকা।