শনিবার   ২৬ জুলাই ২০২৫   শ্রাবণ ১১ ১৪৩২   ৩০ মুহররম ১৪৪৭

চুল সিল্কি করার উপায় জেনে নিন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪২ এএম, ২ জুন ২০১৯ রোববার

চুল নিয়ে নারীরা বরাবরই উদ্বিগ্ন থাকে। সামান্য চুল পড়ে গেলেই চিন্তার শেষ থাকেনা। অনেকে তো আবার চুল কোকড়ানোর কারণে বিভিন্নভাবে তা সোজা করার চেষ্টায় থাকেন। এজন্য চুল রিবন্ডিং থেকৈ শুরু করে চুল স্ট্রেইট করে থাকেন। তবে এগুলো কখনোই দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারেনা। এছাড়াও বাজারের বিভিন্ন পণ্য ক্যামিকেলযুক্ত হওয়ার কারণে সেগুলো ব্যবহার না করায় ভালো। তবে সব নারীরাই চায় তাদের মাথার চুল লম্বা ঘন কালো সিল্কি হোক। ইচ্ছা করলে ঘরে বসেই আপনার এই ইচ্ছা পূরণ করতে পারেন। জেনে নিন উপায়-

১. মাথায় শ্যাম্পু করার পর একটি পাত্রে এক মগ পানির সাথে একটি লেবুর রস ভালো করে মিশিয়ে সেই পানি দিয়ে চুল আবার ধুয়ে ফেলুন। আলতো করে চুল মুছে নিন। চুল শুকালেই দেখবেন আপনার চুল কতটা সিল্কি মসৃণ ও সুন্দর হয়েছে।

 

২. অ্যালোভেরা জেল ও টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি চুলে লাগিয়ে একটি শাওয়ার ক্যাপ মাথায় দিয়ে সারারাত রাখুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। চুল অনেক সিল্কি ও সুন্দর হবে।

৩. চুল সিল্কি করার আর একটি সহজ উপায় হল টক দই এর ব্যবহার। তবে এই টক দই এর সাথে অবশ্যই লেবুর রস মিসাতে ভুলবেননা। আপনাদের সুবিধার জন্য নিচে তৈরি করার পদ্ধতি দেয়া হল।

উপকরণ: এক কাপ টক দই, একটি লেবুর রস এবং ২ টেবিল চামচ নারকেল তেল 

পদ্ধতি: একটি পাত্রে এগুলো ভালো করে মিশিয়ে গোসলের ৩০ মিনিট আগে ভালো করে চুলে ব্যবহার করুন যেন চুলের গোড়া বাদ না থাকে। তারপর গোসলের সময় চুল ভালো করে শ্যম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তারপর তফাতটা আপনি নিজেই দেখুন। ২ থেকে ৩ দিন পরপর আপনি এটি ব্যবহার করতে পারেন।