রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাগে রাখুন এই একটি জিনিস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২ জুন ২০১৯ রোববার

ঘর থেকে বাইরে বের হলে আমরা ন্না প্রয়োজনীয় জিনিস সাথে রাখি। ফোন, ওয়ালেট, চাবি, সানগ্লাস, সাথে বেশকিছু প্রসাধনীও থাকে। কিন্তু পোশাকে কোনো দাগ লাগলে তা ওঠানোর মতো কিছুই সাথে রাখি না। আর এই কারণে প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই দাগ দূর করার জন্য ব্যাগে রাখা যেতে পারে শেভিং ক্রিম। চলুন জেনে নেয়া যাক এর কার্যকারিতা-

সব শেভিং ক্রিমেই সাবানের মতো ফেনা হয়। কফির দাগ বা খাবারের দাগ তুলতে তা দারুণ কাজ করে। এছাড়া পোশাক থেকে যে কোনো মেকআপের দাগ (মাসকারা, লিপস্টিক, ফাউন্ডেশন) তুলতেও তা কাজে আসে। তাই ব্যাগে রাখার জন্য শেভিং ক্রিমের ছোট বোতল ব্যবহার করতে পারেন।

এক্ষেত্রে প্রথমেই পোশাকের যে অংশে দাগ পড়েছে তার ওপর শেভিং ক্রিম দিন এবং টিস্যু দিয়ে চেপে চেপে তা বসিয়ে দিন। এরপর আধা ঘণ্টা অপেক্ষা করুন। এ সময়ের মাঝে দাগটা পোশাকে থেকে আলাদা হয়ে আসবে। তা টিস্যু দিয়ে মুছে নিলেই অনেকটা উঠে আসবে। আরো ভালোভাবে দাগ দূর করার জন্য কাপড়টা পানিতে ধুয়ে নিতে পারেন। পোশাক থেকে খাবার, সস, বা তেলের দাগ ওঠাতেও শেভিং ক্রিম ব্যবহার করতে পারেন একই উপায়ে। শুধু কাপড়েই নয়, কার্পেট থেকে দাগ তুলতেও এই পদ্ধতিটি কাজ করে। তবে এর জন্য কার্পেটে শেভিং ক্রিম দিয়ে সারারাত রেখে দিতে পারলে ভালো।