কোলগেট টুথপেস্ট ব্যবহারে মৃত্যু!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৫ এএম, ২ জুন ২০১৯ রোববার

সকালে উঠেই সবাই টুথপেস্ট ও ব্রাশ নিয়ে দাঁত মাজার প্রস্তুতি নেয়। প্রতিদিন সকালের নিত্য প্রয়োজনীয় দ্রবের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত টুথপেস্টর একটি হচ্ছে কোলগেট। তবে জানেন কি এই টুথপেস্ট ব্যবহারে আপনার মৃত্যুও হতে পারে?
টক্সিকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কোলগেটে ট্রিকলোসান উপাদান অতিরিক্ত ব্যবহারের ফলে ক্যান্সারের সেলের বৃদ্ধি ঘটাতে পারে। মানুষের চামড়া ভেদ করে শরীরে ঢুকে বিভিন্ন হরমোন এবং বিভিন্ন গ্রন্থীর স্বাভাবিক কাজকর্ম ব্যহত করে এই রাসায়নিকটি।
ট্রিক্লোসানের এই ক্ষতিকর দিকটি সামনে আসার পরেও কোলগেট তাদের টুথপেস্টে এই উপাদানের ব্যবহার বন্ধ করেনি বরং তাদের দাবি, এই উপদান মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। কানাডায় ইতোমধ্যেই এই উপাদানের ব্যবহার বন্ধ করা হয়েছে।