সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

টিভির সবচয়ে দামি অভিনেত্রী কারিনা

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

বড় পর্দায় কারিনা কাপুর খানকে দেখতে দর্শক অভ্যস্ত। কিন্তু টেলিভিশনে নয়। এবার ছোটপর্দাতেও তাকে দেখতে পাবেন দর্শক। সৌজন্যে আসন্ন একটি নাচের রিয়্যালিটি শো। সেখানে বিচারকের ভূমিকা পালন করবেন বেবোবেগম। আর এই শো-এর জন্যই নাকি কারিনা টিভির সবচয়ে দামি অভিনেত্রী হতে চলেছেন।

এ প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কারিনা বলেন, যদি একজন পুরুষ বিচারক নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পান, তা হলে মহিলা বিচারকেরও তো তাই পাওয়া উচিত। আমি যতটা সময় ওখানে দেব, তার জন্য যে পারিশ্রমিক নেয়া উচিত, তাই নিচ্ছি।

কারিনা জানিয়েছেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এ কথা স্পষ্ট জানিয়েছেন কর্তৃপক্ষকে। নায়িকা বলেন, তৈমুরের জন্য আট ঘণ্টার বেশি কাজ করব না এখন। আসলে অনেক সময় ১২ ঘণ্টাও কাজ করতে হয়। কিন্তু সেটা সম্ভব নয়, প্রথমেই বলে দিয়েছি। আর ওরা এত ভাল যে আমার সব শর্তই মেনে নিয়েছে।