বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘সুখ বিলাসে’ ঈদ কাটাবেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বাড়ি ‘সুখ বিলাস’-এ ঈদের দিন কাটাবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই দিন পারিবারিক মসজিদে ঈদের নামাজ শেষে বাড়িতেই থাকবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ।

ঈদের দিনের পরিকল্পনার কথা জানতে তথ্যমন্ত্রীর মোবাইলে একাধিক বার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ ‘সুখ বিলাসে’ মন্ত্রীর ঈদ কাটানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরুল করিম রাশেদ বলেন, ‘অন্যান্য বছরের ন্যায় তথ্যমন্ত্রী এবারও নিজ বাড়ি সুখ বিলাসে ঈদের দিন কাটাবেন। বাড়ি সংলগ্ন জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর বাবার কবর জিয়ারত করবেন। তারপর সারাদিন বাড়িতে কাটাবেন। ঈদের পরদিন তিনি চট্টগ্রাম নগরীর বাসায় ফিরে যাবেন।’

হাছান মাহমুদের ঘনিষ্টজন সাংবাদিক আজাদ তালুকদার বলেন. ‘মন্ত্রী মহোদয় প্রতি বছরের ন্যায় এবার গ্রামের বাড়িতে ঈদ করবেন। বাড়ির মসজিদে ঈদের নামাজ পড়ে সারাদিন বাসায় কাটাবেন। বাসায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।’

তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের জন্য ঈদের দিন সুখ বিলাসের দরজা খোলা থাকবে। শুভেচ্ছা বিনিময় করতে এসে কেউ যেন খালি মুখে ফিরে না যায়। এজন্য ওইদিন বাড়িতে খাবারের আয়োজন করা হবে।’