এফডিএর অনুমোদন লাভ : ব্যবহারের সঠিকতা নিয়ন্ত্রণ করবে সেন্সরযুক্ত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৮ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

শ্বাসকষ্ট রোগীদের জন্য ইনহেলার অত্যন্ত প্রয়োজনীয় একটি মেডিকেল ডিভাইস। তবে ইনহেলার যেকোনো উপায়ে ব্যবহার করলেই চলবে না। তা ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। দেখা গেছে, শ্বাসকষ্ট রোগীদের অনেকেই সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করেন না। অনেকে ব্যবহার করেন ঘন ঘন। ওষুধের মাত্রাও হেরফের হয় অনেক সময়। এসব ঝামেলা এড়াতে পারে প্রযুক্তিগত বৈশিষ্ট্যসম্পন্ন ইনহেলার। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সম্প্রতি এমনই এক ইনহেলারের অনুমোদন দিয়েছে। খবর এমএসএন।
প্রোএয়ার ডিজিহেলার হলো মোবাইলের সঙ্গে সিনক্রোনাইজড এক ধরনের ইনহেলার, যাতে রয়েছে বিল্ট-ইন সেন্সর। যখনই এ ডিজিটাল ইনহেলার ব্যবহার করা হবে, তখনই সেন্সর তা শনাক্ত করবে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীর ইনহেলেশন কতটা প্রবল, সেন্সর তাও পরিমাপ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেন্সরের মাধ্যমে এসব তথ্য পৌঁছে যাবে ইনহেলারের সঙ্গে সিনক্রোনাইজড স্মার্টফোনের অ্যাপে।
মোবাইল অ্যাপে পৌঁছে যাওয়া ভিজ্যুয়াল তথ্যাবলির মাধ্যমে একজন ব্যবহারকারী সহজেই তার ইনহেলার ব্যবহারের সঠিকতা যাচাই করতে পারবেন। তিনি কতবার ইনহেলার ব্যবহার করলেন অথবা ওষুধের মাত্রা ঠিক ছিল কিনা, এর মাধ্যমে তা জানা যাবে। প্রয়োজন অনুসারে তিনি এসব তথ্য তার চিকিৎসকের সঙ্গেও শেয়ার করতে পারবেন।
অ্যাজমা ও অ্যালার্জিজনিত শ্বাসকষ্টের কারণে মৃত্যু কমাতে গবেষণা, সচেতনতা তৈরি ও পরামর্শ প্রদানের কাজ করে অলাভজনক সংস্থা অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা নেটওয়ার্ক। গ্রুপটির প্রধান টনিয়া উইনডার্স বলেন, উল্লেখযোগ্য সংখ্যক শ্বাসকষ্ট রোগী সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করেন না। তাদের অনেকে আবার ঘন ঘন ইনহেলার ব্যবহার করেন। প্রোএয়ার ডিজিহেলারের মতো একটি ডিভাইস রোগীর ইনহেলার ব্যবহারের তথ্য জানতে চিকিৎসকদের সাহায্য করবে। এর মাধ্যমে চিকিৎসকরা ট্র্যাক করতে পারবেন, রোগী সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করছেন কিনা। এটি ইনহেলার ব্যবহারকারীর রোগ নিয়ন্ত্রণে সহায়ক হবে।
এফডিএ অনুমোদন দিলেও প্রোএয়ার ডিজিহেলার বাজারে পেতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী বছর পরীক্ষামূলকভাবে কিছু ইনহেলার রোগীদের ব্যবহার করতে দেয়া হবে। যুক্তরাষ্ট্রজুড়ে বাণিজ্যিকভাবে এটি বাজারে ছাড়া হবে ২০২০ সালের কোনো এক সময়।
প্রোএয়ারের উৎপাদক প্রতিষ্ঠান জানিয়েছে, ডিজিহেলার হলো প্রথম কোনো ইনহেলার, যাতে বিল্ট-ইন সেন্সর রয়েছে। সুতরাং এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার আগে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে এফডিএ এমন একটি স্মার্ট সেন্সরের অনুমোদন দেয়, যা ইনহেলারের সঙ্গে আলাদাভাবে যুক্ত করতে হয়। এ স্মার্ট সেন্সরের মাধ্যমেও রোগীদের ইনহেলার ব্যবহারের তথ্য ট্র্যাক করার সুযোগ রয়েছে।