শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬   মাঘ ৩ ১৪৩২   ২৭ রজব ১৪৪৭

বোবা মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৫ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

ধর্ষণের যন্ত্রণা ও অপমান সইতে না পেরে আত্মহত্যা করা মূক-বধির মেয়ের ধর্ষককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছেন এক বাবা। 

ভারতের তামিলনাড়ুর থেনি জেলার চিন্নামান্নুরের ভেপ্পামপাত্তি রোডে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ধর্ষক রথিনাভেল পান্ডিয়া চিন্নামান্নুরের কাছে সিলায়ামপাত্তির বাসিন্দা। সে কোচাদাইয়ানের ১৫ বছর বয়সী মূক-বধির মেয়েকে সুযোগ বুঝে ধর্ষণ করেন। কথা বলতে না পারা মেয়েটি কাউকে কিছু বলতে না পেরে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নেয়। 
 
তারপর থেকেই পান্ডিয়া এবং কোচাদাইয়ানের মধ্যে ঝগড়া লেগে থাকতো। মঙ্গলবার তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে মেয়ের ধর্ষককে পান্ডিয়াকে কুপিয়ে হত্যা করেন কোচাদাইয়ান। মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যার দায়ে তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।