ঈদযাত্রায় কোথাও যানজট নেই: কাদের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
সারাদেশের রাস্তা ভালো; ঈদযাত্রায় কোথাও যানজট নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। টার্মিনালে এসে তিনি বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে ভাড়ার বিষয়ে খোঁজ খরব নেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদের পর কর্মস্থলে ফিরতেও কোনো অসুবিধায় পড়তে হবে না। বাংলাদেশের সব রুটে যানজটমুক্ত নিরাপদ যাত্রা অব্যাহত আছে। এখনও পর্যন্ত কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি বলেন, গাজীপুর-টঙ্গী রুটে বৃষ্টিবাদলে কিছুটা সংকট হবে ভেবেছিলাম। কিন্তু বাস্তবে এ রুটে যান চলাচল স্বাভাবিক আছে।
