বুধবার   ১৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৮ ১৪৩২   ১৮ সফর ১৪৪৭

সেরা টেক সিইও...

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

২০১৮ বৈশ্বিক প্রযুক্তি খাতের জন্য একটি আলোচিত বছর। ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য বেহাত, লাইভ অনুষ্ঠানে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্কের গাঁজা সেবন এবং পেটেন্ট নিয়ে অ্যাপল-কোয়ালকমের বৈশ্বিক দ্বন্দ্ব, সব মিলিয়ে চলতি বছর প্রযুক্তি খাতের জন্য ছিল ঘটনাবহুল। টেক নির্বাহীদের অপ্রত্যাশিত কর্মকাণ্ড নিয়ে যখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় চলছে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মতামতের ভিত্তিতে চলতি বছরের সেরা টেক সিইওর তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার প্রথম সারির কয়েকজনকে নিয়ে আয়োজন

সত্য নাদেলা

 ২০১৪ সালে বিশ্বের বৃহৎ সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সিইওর দায়িত্ব নিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা। এরপর ব্যবসায় বৈচিত্র্য আনতে ফোকাস পরিবর্তন করেন তিনি। কম্পিউটার সফটওয়্যারের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং খাতে গুরুত্ব দেয়ায় মাইক্রোসফটের ব্যবসায় উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটেছে। বাজারমূল্যে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তকমা এখন প্রতিষ্ঠানটির দখলে। সেরা টেক সিইওর তালিকায় সবার উপরে রয়েছেন সত্য নাদেলা।

সুন্দর পিচাই

 ২০১৫ সালে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের সিইওর দায়িত্ব নেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। ক্লাউড কম্পিউটিং, হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতে জমজমাট ব্যবসা করছে অ্যালফাবেট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি। চলতি বছর গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হলেও কর্মীদের দৃষ্টিতে সুন্দর পিচাই একজন বিচক্ষণ সিইও।

ব্র্যাড স্মিথ

 ২০০৪ সালে জনপ্রিয় অ্যাকাউন্টিং সফটওয়্যার নির্মাতা ইনটুইটের সিইওর দায়িত্ব নিয়েছিলেন ব্র্যাড স্মিথ। ট্যাক্স ও বেতন ব্যবস্থাপনার সফটওয়্যার সরবরাহ করে এ প্রতিষ্ঠান। ইনটুইটের কর্মীদের দৃষ্টিতে ব্র্যাড স্মিথ এক অনন্য স্পৃহার নাম। ব্র্যাড স্মিথ গত এপ্রিলে চলতি বছর শেষে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ব্রায়ান হালিগান

 ২০০৬ সালে সফটওয়্যার কোম্পানি হাবস্পটের সিইওর দায়িত্ব নিয়েছিলেন ব্রায়ান হালিগান। বিক্রয় ও বিপণনসংশ্লিষ্ট সফটওয়্যার সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। সেরা টেক সিইওর তালিকায় চারে রয়েছেন তিনি।

জেফ বেজোস

 মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। ১৯৯৪ সাল থেকে তিনি নিজের প্রতিষ্ঠিত কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন। ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, কনজিউমার ইলেকট্রনিকসসহ বেশকিছু খাতে ব্যবসা জোরদার করেছে অ্যামাজন। কর্মীদের দৃষ্টিতে জেফ বেজোস একজন দক্ষ সিইও।

অ্যালেক্স শুটম্যান

 ২০১৬ সালে প্রজেক্ট ব্যবস্থাপনা সফটওয়্যার নির্মাতা ওয়ার্কফ্রন্টের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছিলেন অ্যালেক্স শুটম্যান। আন্তরিকতা ও টিম ব্যবস্থাপনায় দক্ষতার জন্য খুব অল্প সময়ে কর্মীদের মধ্যে প্রিয়মুখ হয়ে ওঠেন তিনি। সেরা টেক সিইওর তালিকায় ছয় নম্বরে আছেন অ্যালেক্স শুটম্যান। সূত্র: বিজনেস ইনসাইডার