উইপোকার উপদ্রপ কমাতে ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৬ এএম, ১ জুন ২০১৯ শনিবার

বাড়িতে বড় একটি সমস্যা হচ্ছে উইপোকা। বইয়ের তাক, ঘরের বিছানা, সিঁড়ির তলা সব জায়গাতেই ছড়িয়ে থাকে উইপোকা। আর এর হাত থেকে রেহায় পেতে কতকিছুই না করতে হয়। একবার উইপোকা হলে তা দূর করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু জানেন কি, ঘরেই রয়েছে এমনকিছু উপায় যেটা দিয়ে সহজেই উইপোকা উইপোকা তাড়ানো সম্ভব।
চলুন তবে জেনে নেয়া যাক উপায়গুলো-
১. নিম পাতার গন্ধ উইপোকা দূর করতে মারাত্নক কাজ করে। প্রথমে নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার বইয়ের তাকে, কাঠের আলমারি বা অন্যান্য আসবাবপত্রের কোণায় কোণায় ছড়িয়ে দিন গুঁড়ো করা নিমপাতা। প্রতি সপ্তাহে একবার করে নিমপাতা গুঁড়ো ছড়ালেই উইপোকা থেকে মুক্তি পেয়ে যাবেন।
২. ন্যাপথলিন এক্ষেত্রে বেশ কার্যকরী। কাঠের আলমারিতে জামা-কাপড়ের ভাজে ভাজে ন্যাপথলিন রেখে দিন। এছাড়া যেখানে যেখানে উইপোকা বাসা বাধে সেখানে দিয়ে দিন। ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা আসবাবপত্রের ধারে কাছেও আসতে পারবে না।
৩. কালো জিরা সবার বাড়ির রান্নাঘরেই থাকে। আর এই কালো জিরা হলো যে কোনো পোকা তাড়াতে খুব ভালো ঔষধ। রোদে কালো জিরা শুকাতে দিন। এরপর সেটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে যেখানে উইপোকা বাসা বেঁধেছে, তার আশেপাশে রেখে দিন। দেখবেন উইপোকা সব পালাবে।
৪. কর্পূরের গন্ধও উইপোকা সহ্য করতে পারে না। কাজেই কর্পূর গুঁড়ো করে তরল প্যারাফিনের সঙ্গে মিশিয়ে ঘরের দেয়ালে ও আসবাবের গায়ে দিয়ে দিন। উইপোকার উপদ্রব কমতে বাধ্য।