বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রমাণ করবো
ক্রীড়া ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৯ এএম, ১ জুন ২০১৯ শনিবার

ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। হার দিয়ে বিশ্বকাপ শুরু হওয়া দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুড়ে দাঁড়াতে মরিয়া।
রোববার ইংল্যান্ডের লন্ডনে বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
টাইগারদের বিপক্ষে খেলতে নামার আগে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।
ফাফ ডু প্লেসিস আরো বলেন, এবারের বিশ্বকাপ রাউন্ড রবিন লিগের খেলা। আমাদের পারফরম্যান্স নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। পরের ম্যাচে আমরা এ ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করব।
৩০ মে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১০৪ রানে হেরে যায় আফ্রিকা।
প্রথম ম্যাচের পরাজয় নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, প্রথম ম্যাচে তিনটি বিভাগেই (ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং) ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে। ওরা দেখিয়ে দিয়েছে কেন ওরা ভালো ক্রিকেট দল।