আজ থেকেই দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১১ এএম, ১ জুন ২০১৯ শনিবার
লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ ( শনিবার )থেকে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ভারী বৃষ্টির ফলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমবে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলেও ধারণা করা হচ্ছে। তবে এ সময় বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে হালকা বৃষ্টি হতে পারে। পরে মাঝারি থেকে ভারীতে রূপ নিতে পারে। বৃষ্টি ৫ থেকে ৬ দিন স্থায়ী হতে পারে। এর মধ্যে তাপমাত্রা অনেকটা কমে যাবে। আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সময় নদীবন্দরে সংকেত দেখাতে বলা হতে পারে।
এ সময় দুই ধরনের বৃষ্টি হতে পারে। প্রথম কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি এবং বর্ষাকালের মৌসুমি বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলেও জানান তিনি।
