সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ঈদে ইরান যাচ্ছেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৪ এএম, ১ জুন ২০১৯ শনিবার

চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা নতুন ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এটি অনন্ত জলিল ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করছেন। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

এরই মধ্যে বাংলাদেশ ও ইরানে ছবিটির বেশকিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। এর দৃশ্যায়ণ নতুন করে শুরু হবে। সেজন্য ছবির বাংলাদশি ইউনিট নিয়ে আবারো ইরান যাচ্ছেন অনন্ত জলিল। তার সঙ্গে নায়িকা বর্ষাসহ বাংলাদেশের ১৫ জনেরও বেশি একটি দল ইরান যাচ্ছে। তাই ইরানেই কাটবে অনন্ত-বর্ষার ঈদ। তাদের সঙ্গে তাদের দুই পুত্রও যাবে।

অনন্ত জলিল জানান, ঈদের আগেই আগামী ৪ জুন দেশ ছাড়বেন তারা। ইরানে টানা এক সপ্তাহেরও বেশি সময় ছবির শুটিং করবেন। এ লটে ‘দিন: দ্য ডে’ ছবির ৭৫ ভাগ শুটিং শেষ হবে।

তিনি বলেন, এরপর খানিক বিরতি দিয়ে বাকি অংশের শুটিং তুরস্কে হবে। সব কাজ শেষ হলে চলতি বছরই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে।