শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

১০ মিনিটে ক্যান্সার শনাক্ত করার পদ্ধতি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৬ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

ডিএনএ কাঠামো চিহ্নিত করার মাধ্যমে ক্যান্সার শনাক্ত করার পদ্ধতি নিয়ে কাজ করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। এর মাধ্যমে ১০ মিনিটেই  মানবশরীরে ক্যান্সারের কোষ শনাক্ত করা যাবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

পানিতে ক্যান্সার ব্যতিক্রমী ধরনের ডিএনএ কাঠামো তৈরি করে - এ তথ্য জানার পর কুইন্সল্যান্ড ইউনিভার্টির গবেষকরা ওই পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন। 

ডিএনএর ওই কাঠামো শনাক্ত করার মাধ্যমে মানবশরীরে ক্যান্সারের উপস্থিতি চিহ্নিত করা প্রচলিত পদ্ধতির চেয়ে দ্রুত বোঝা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। ন্যাচার কমিউনিকেশন সাময়িকী গবেষণাটি প্রকাশ করা হয়েছে।