সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন যারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩০ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের শপথ গ্রহণ করেছেন বিজেপি তথা এনডিএ থেকে বিপুল ভোটে নির্বাচিত নরেন্দ্র মোদি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদিসহ ৫৮ জন বিজেপি সংসদ সদস্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী এবং ৩৩ জন প্রতিমন্ত্রী।

মোদি সরকারের ২৪ জন পূর্ণ মন্ত্রী

 

রাজনাথ সিং
অমিত শাহ
নিতিন গড়করি
ডি ভি সদানন্দ গৌড়া
নির্মলা সীতারমণ
রামবিলাস পাসোয়ান
নরেন্দ্র সিং তোমার
রবিশংকর প্রসাদ
হরসিমরত কউর বাদল
তাওয়ারচাঁদ গেহলোত
এস জয়শংকর
রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
অর্জুন মুন্ডা
স্মৃতি ইরানি
হর্ষবর্ধন
প্রকাশ জাভড়েকর
পীযূষ গোয়েল
ধর্মেন্দ্র প্রধান
মুখতার আব্বাস নকভি
প্রহ্লাদ যোশী
মহেন্দ্রনাথ পাণ্ডে
অরবিন্দ সাওয়ান্ত
গিরিরাজ সিং
গজেন্দ্র সিং শেখাওয়াত

প্রতিমন্ত্রী ৩৩ জন

সন্তোষ কুমার গাঙ্গোয়ার
সুরেশচন্দ্র সিং বসপ্পার
ইন্দ্রজিৎ সিং
শ্রীপদ নায়েক
জীতেন্দ্র সিং
আর কে সিং
কিরেণ রিজিজু
প্রহ্লাদ সিং প্যাটেল
ফগন সিং পুলেস্তর
অশ্বীনি কুমার চৌবে
অর্জুন রাম মেঘওয়াল
ভি কে সিং
কৃষ্ণপাল গুর্জর
রাওসাহেব দানবে
জি কিষাণ রেড্ডি
পুরুষোত্তম রূপালা
রামদাস আঠাওয়ালে
সাধ্বী নিরঞ্জন জ্যোতি
হরদীপ সিং পুরী
মনসুখ মান্ডভিয়া
বাবুল সুপ্রিয়
সঞ্জীব কুমার
সঞ্জয় ধোত্র
অনুরাগ সিং ঠাকুর
নিত্যানন্দ রাই
রতনলাল কাটারিয়া
বি মুরলীধরন
রেণুকা সিং
সোমপ্রকাশ
রামেশ্বর তেলি
প্রতাপচন্দ্র সারেঙ্গি
কৈলাশ চৌধুরি
দেবশ্রী চৌধুরী