সোমবার   ২৫ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ০১ রবিউল আউয়াল ১৪৪৭

কাবুলে সামরিক প্রশিক্ষণ একাডেমির সামনে বিস্ফোরণ, নিহত ৬

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৬ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশ পথে আত্মঘাতী বোমা হামলার অন্তত ছয় জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের এ হামলার ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। 

হামলার পর পরিচয় না প্রকাশ করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, রাজধানী শহরে অবস্থিত দেশটির সামরিক প্রধান কর্মকর্তা প্রশিক্ষণ একাডেমিগুলোর মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ক্যাডেটরা বের হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে হামলাকারী নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় অন্তত ৬ জন নিহত হন। এছাড়াও আহত হন আরও ৬ জন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।