সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

না ফেরা দেশে কারমাইন কারিডি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৭ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘গড ফাদার’ খ্যাত হলিউড অভিনেতা কারমাইন কারিডি। মঙ্গলবার লস অ্যাঞ্জেলস এর সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে মৃত্যুবরণ করেন এই তারকা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৫ বছর। 

জানা গেছে, কিছুদিন আগে ভারসাম্য রাখতে না পেরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন কারিডি। অসুস্থ অবস্থায় সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে ভর্তি হওয়ার পরে অবস্থার তেমন উন্নতি নি হয়তার। নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ক্যারিয়া রে কারিডিছয় দশকের ক্যারিয়ারে গড ফাদার পার্ট টু এবং থ্রিতে অভিনয়ে করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়াও তিনি বেশ কিছু টিভি শোতে অভিনয় করেছেন। একাডেমির ৯১ বছরের ইতিহাসে মোট চারজন সদস্যকে বহিষ্কারের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত। এ তালিকায় প্রথম ব্যক্তি ছিলেন অভিনেতা কারমাইন কারিডি। ২০০৪ সালে তাকে বহিষ্কার করা হয়।