সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ঈদে ‘দেশলাই’ জালাবেন সানাই!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ঈদে চমক হিসেবে ‘দেশলাই’ শিরোনামের আইটেম ঘরণার গানে হাজির হচ্ছেন আলোচিত মডেল সানাই। ‘ফিগার আমার দেশলাই, সারাদেশে এমন পিস নাই, নেশারই রঙে নানান ঢঙে, নাচ না আমার সঙ্গে, রূপে আমার আগুন জ্বলে' এমনই কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। গানটি গেয়েছেন সাবরিনা সাবা।

এই গানটির ভিডিওটি নির্মাণ করেছেন এ কে আজাদ। ঢাকাসহ আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন এডিটিং চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ঈদের চারদিন পরই ইউটিউবে প্রকাশ হবে গানটি।

এ বিষয়ে সানাই বলেন, ‘দেশলাই’ বেশ বড় বাজেটের আইটেম ঘরণার গান। আশা করছি ঈদের বড় চমক হবে। ভিডিওতে আমার সঙ্গে চলচ্চিত্রের খলনায়ক ডনও আছেন। এ ছাড়া আরো ৩০ জন গানটির সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন।

 

এর আগে ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’ গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। এছাড়া তার অভিনীত ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়।