সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

মিস করি তোমাকে, কার জন্য বলছেন মিমি?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

মিমি চক্রবর্তী। অভিনেত্রী সত্তার বাইরে এখন তার আরো একটি পরিচয় রয়েছে। তিনি নব নির্বাচিত সংসদ সদস্য। রাজনীতি এবং অভিনয়, দুই দিকেই এখন ব্যালেন্স করবেন তিনি। এর মধ্যেই সোশ্যাল ওয়ালে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন মিমি। লিখলেন, মিস করি তোমাকে।

কিন্তু কেন এমন কথা লিখলেন মিমি?

 

 

ঋতুপর্ণ ঘোষে ৩০মে, ২০১৩ সালে মারা গিয়েছেন। আর তার হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন মিমি। জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যার নেপথ্য দায়িত্ব ছিল ঋতুপর্ণর। প্রয়াত পরিচালকের কথা মনে রেখেই এ দিন সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন মিমি।

ছবিতে দেখা যাচ্ছে মিমিকে যত্ন করে কাজল পরিয়ে দিচ্ছেন ঋতুপর্ণ। শুটিংয়ের আগে কোনো এক মুহূর্তের এই ফ্রেমের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন নায়িকা। তিনি লিখেছেন, তোমার অনুপস্থিতি কখনো পূর্ণ হবে না। আমরা তোমাকে মিস করি।