শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

প্রতিদিন মধু ও লেবুর পানি পানের উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

মধু শরীরের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। শরীরকে সুস্থ রাখার পাশাপাশি অনেক রকমভাবে প্রটেক্ট করে। মধু কি কিভাবে সাহায্য করে জানা না থাকলে, আসুন জেনে নেওয়া যাক মধুর গুনাগুণ। নিয়মিত মধু ও লেবুর পানি পান করলে নানাভাবে উপকৃত হওয়া যায়। আজ আমরা মধুর সঙ্গে লেবু মিশিয়ে পানি পানের উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করবো।

ঘরোয়া পদ্ধতিতে তাড়াতাড়ি ওজন কমাতে বহু মানুষ সকালবেলা পানিতে মধু আর লেবুর রস মিশিয়ে খেয়ে থাকেন। ওজন কমানো ছাড়াও আমাদের শরীরে বিভিন্ন উপকারের জন্য দারুণ উপকারী এই মধু-লেবুর পানি। চিকিত্সকরা জানাচ্ছেন, মধু-লেবুর পানি খেলে আমাদের শরীরে আর কী কী উপকার হতে পারে-

১) লেবু আর মধু দুটিই খাবারকে তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে। হজমশক্তি বাড়ায়। অন্ত্রের কোষ পরিষ্কার রাখে। শরীর থেকে সমস্ত টক্সিন দূর করে। অতিরিক্ত ওজন বাড়ার প্রবণতা কমায়। তাই ওজন কমানোর জন্য আদর্শ মধু-লেবুর পানি।

২) এক গ্লাস অল্প গরম পানিতে কয়েক ফোঁটা মধু আর লেবুর রস মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার সবচেয়ে ভালো ঘরোয়া উপায় এটি।

৩) লিভারকে সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায় লেবু-মধুর পানি। লিভারকে পরিষ্কার রাখে। পুরো শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

৪) সুস্থ এবং উজ্জ্বল ত্বকের জন্য আদর্শ মধু-লেবুর পানি। শরীর থেকে সমস্ত টক্সিন দূর করে শরীরে ঔজ্জ্বল্য নিয়ে আসে। ব্রণ, অ্যাকনে এবং ত্বকের সমস্ত সমস্যা দূর করে। সূত্র: ইন্টারনেট