সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

জরিমানার ভয়ে ডিএনএ দিলেন রাজা

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৯ এএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

পিতৃত্বের দাবি নিয়ে জটিলতার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্ট তার ডিএনএ নমুনা জমা দিয়েছেন। ডিএনএ নমুনা জমা না দিলে তাকে প্রতিদিন পাঁচ হাজার ইউরো জরিমানা গুনতে হতো। 

১৯৯৩ সালে থেকে ২০১৩ সাল পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন দ্বিতীয় আলবার্ট। ৮৪ বছর বয়সী সাবেক এই রাজা গত এক দশকেরও বেশি সময় যাবত পিতৃত্বের বিষয়টি নিয়ে আইনগত লড়াই করছেন।

জানা গেছে, বেলজিয়ামের ৫১ বছর বয়সী শিল্পী ডেলফাইন বোয়েল বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্টকে ‘বাবা’ বলে দাবি করেন। কিন্তু রাজা সে দাবি খারিজ করে দিচ্ছেন। 

চলতি বছরের শেষের দিকে এ পিতৃত্বের দাবির বিষয়ে আদালতের রায় হতে পারে। রাজধানী ব্রাসেলসের একটি আদালত গত ফেব্রুয়ারিতে নির্দেশ দিয়েছিল, তিনমাসের মধ্যে সাবেক এই রাজাকে ডিএনএ নমুনা জমা দিতে হবে। অন্যথায় শিল্পী বোয়েলের পিতা হিসেবে তিনি গণ্য হবেন।
 
১৯৯৯ সালে রাজা দ্বিতীয় আলবার্টের স্ত্রী সম্পর্কে একটি জীবনীতে বেরিয়ে আসে, রাজার একটি অবৈধ সন্তান রয়েছে। এ নিয়ে বেলজিয়ামের গণমাধ্যমে নানা ধরণের গল্প ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে বোয়েল এক সাক্ষাৎকারে বলেন, রাজা দ্বিতীয় আলবার্ট তার বাবা।

এদিকে বোয়েলের মা দাবি করেছেন, আলবার্ট যখন যুবরাজ ছিলেন ১৯৬৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তার সঙ্গে প্রণয় ছিল। ১৯৯৩ সালে আলবার্টের বড় ভাই যখন ৬২ বছর বয়সে মারা যায়, তখন তিনি অপ্রত্যাশিতভাবে সিংহাসনের দায়িত্ব নেন।

রাজা দ্বিতীয় আলবার্ট খারাপ স্বাস্থ্যের কথা উল্লেখ করে ২০১৩ সালের জুলাই মাসে দায়িত্ব ছেড়ে দেন। এরপর বোয়েল তার পিতৃত্বের দাবি নিয়ে আদালতে যান। কারণ রাজা থাকা অবস্থায় যে কোন ধরনের মামলা থেকে তার দায়মুক্তি রয়েছে।

সূত্র : বিবিসি বাংলা