মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে পারবো: শাকিব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

মুক্তির অপেক্ষায় থাকা বাণিজ্যিক ধারার তিন ছবির মধ্যে অন্যতম আকর্ষণ শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। এটিকে বিশ্বমানের ছবি হিসেবে আখ্যায়িত করেছেন শাকিব খান।

গত রবিবার ফ্যাশন হাউজ প্রেমস কালেকশনের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমি শুধু দেখাতে চেয়েছি শুধু বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেয়া হয়, এই বিষয়ে যেহেতু আমার ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাতে পারবো।

শাকিব খান বলেন, পাসওয়ার্ড দেখে ইনশাল্লাহ্ সবাই বলবে, এটা আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানের বিরাট সিনেমা।

 

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাসও। যদিও দুজন মুখোমুখি হননি। গুঞ্জন শোনা যায়, শাকিব-অপু কেউই চান না কোনো অনুষ্ঠানে মুখোমুখি হন তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নায়িকা পপি, মৌসুমি নাগ, মম, আলিশা প্রধান, অভিনেতা বাপ্পী চৌধুরী, ইমন, অপূর্ব, সজল, তাসকিনসহ দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের তারকা শিল্পীবৃন্দ।

‘পাসওয়ার্ড’ এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারো চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।